বহুমুখী সেবামূলক সংগঠন দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারাগাছ রোপন ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ উপহার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সি সহ সভাপতি মুহাম্মদ আখতার কামাল চৌধুরী, প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী মুহাম্মদ আকতার হোসাইন নেজামী, তিনি তার বক্তব্য বলেন বর্ষাকাল চারাগাছ রোপনের উপযুক্ত সময় তাই প্রত্যেকের উচিত ২টি ঔষধি ও ২টি ফলজ গাছের চারা রোপণ করা। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সালমান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার, বোয়ালখালী পৌরসভার সভাপতি হাজী শফি চৌধুরী জুনু, বক্তব্য রাখেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিবাবকবৃন্দ।