চট্টগ্রামের জিইসি মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন জুডিশিয়াল ম্যাজিস্টেট চরমভাবে নাজেহাল করেছে রানা মর্তুজা নামে এক বেলজিয়াম প্রবাসী। সোমবার রাতের এ ঘটনায় পাঁচলাইশ থানা পুলিশ দুই নারীসহ চারজনকে আটক করেছে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন হামলার শিকার বিচারকের পক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলার শিকার ওই বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত আছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের এক কর্মকর্তা ঘটনার বিবরণে জানান, সোমবার( ১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বিচারক।
এসময় রানা ইচ্ছাকৃতভাবে ও আর নিজাম রোড দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি চালক রানা নিয়ম অমান্য করে গাড়ি চালানোর কারণে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই বিচারক দম্পতি।