গত ১৫ই এপ্রিল ২০২২ মধ্যরাতে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও থানাধীন বহাদ্দারহাট এলাকায় বন্ধুমহল মিলে সুবিধাবঞ্চিত পথচারীদের মাঝে সেহেরী বিতরণ করেন।এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্য মো:মোবারক মোক্তাদির, মো:আরফাত, মো:শাহিন, মো:ফাহিম জিয়া, মো:রাফি, মো:কাইয়ুম, মো:আবদুল্লাহ ফয়সাল, মো:রকিব, মো:ইসাদ, মো:আকিব, মো:রায়হান, মো:রিফাত সহ অন্যান্য সদস্যবৃন্দরা ।সেহেরী বিতরন শেষে সদস্যগন বলেন আজকে সেহেরী বিতরন করে আমরা খুব আনন্দিত হলাম,,
আমরা চাই পবিত্র রমজান মাসে এই ধরনের আরো কার্যক্রম করব,,