কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক গাজী মো. সিরাজ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ১৪নং বাগোয়ান ইউনিয়ন সংসদের সাবেক সভাপতি মো. জেবর মুল্লুক।
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স.ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব ও পরিবেশ সংগঠক গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সমন্বয়ক মো. মাসুদ রানা।দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী মুহাম্মদ আকতার হোসাইন নেজামী
এসময় বক্তারা আরো বলেন, চট্টগ্রামের প্রাণ প্রকৃতি রক্ষায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স প্রহরীর ভূমিকায় কাজ করবে। যেখানে পরিবেশ ও প্রকৃতির উপর অযাচিত আঘাত আসবে সেখানে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স প্রতিরোধ গড়ে তুলবে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় চট্টগ্রামের সকল পরিবেশ বান্ধব নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন মো. আসিফ, মো. মুজিবুর রহমান, যুবদল নেতা নুরুল আজিম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল হান্নান, ছাত্রদল নেতা আবদুস সালাম, শওকত আজম, নুরুল আমিন প্রমূখ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের সাথে নিয়ে বাইপাস সহ বিভিন্ন সড়কের মিডআইল্যান্ডে খেজুর-তাল-ঔষুধি-ফলজ ও বনজ সহ ১০০০টি চারা রোপন ও বিতরণ করা হয়।