বহুমুখী সেবামূলক সংগঠন দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব গোমদন্ডী আহমদিয়া আজিজিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় চারাগাছ রোপন ও বিতরন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের দক্ষিণ জেলার সি সহ সভাপতি মুহাম্মদ আখতার কামাল চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসয়ী ও সমাজ সেবক মুহাম্মদ মঈনুদ্দিন জনী, প্রধান বক্তা ছিলেন সংগঠন সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসাইন নেজামী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বোয়ালখালী শাখার সভাপতি মুহাম্মদ সালমান চৌধুরী, লন্ডন প্রবাসী হাজী শফিকুর রহমান জুনু, বিশিষ্ট ব্যবাসায়ী বিকাশ চৌধুরী, বোয়ালখালী ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্টাতা মুহাম্মদ মোশাররফুল হক। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহমান আলকাদরী।অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে চারাগাছ উপহার ও মাদ্রাসার আশপাশে ঔষধ ও ফলজ গাছের চারা রোপণ করেন।