বহুমুখী সেবামূলক সংগঠন দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ই জুন বিশ্বৃ পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারাগাছ রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি ও ফলজ গাছের চারা বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ গোলাম কিবরিয়া, এসময় তিনি বলেন প্রত্যেকের উচিৎ ১টা গাছ কাটার আগে ২টা গাছ রোপন করা, প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী মুহাম্মদ আকতার হোসাইন নেজামী, তিনি বলেন প্রত্যেক মানুষের উচিৎ বর্ষাকালে ২ট ঔষধি ও ২টা ফলজ গাছের চারা লাগানো। তাহলে মানুষ তার পারিবারিক চাহিদার ফলের অংশ পূরন করতে পারবে। মুহাম্মদ আশরাফুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সালমান চৌধুরী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ সোহেল, মুহাম্মদ সেকান্দর ও অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা শেষে বিদ্যালয়ের পাশে চারাগাছ রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারাগাছ উপহার দেওয়া হয়।