বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ দরবার শরীফের সহযোগী প্রতিষ্টান, আল্লামা অছিয়র রহমান হেফজখানা ও এতিমখানায় গত ৫-৩-২০২২ তারিখ সকালে ইফতেখার মালিকুল মাশফিক নামে ৭ বছরের এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। পরিবার সুত্রে জানতে পারি গত ৫ মাস আগে ঐ ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়।এবং ঘটনার দিন মাশফিক সবার সাথে ফজরের নামাজও পড়ছে।সকাল ৬-৪৫ মিনিটের সময় মাশফিক ওয়াশরুমে গিয়েছে এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছেনা।৯-৩০ মিনিটের সময় মাশফিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন মাশফিক কে গলা কেটে হত্যা করা হয়েছে,।কে তাকে হত্যা করছে, কেন হত্যা করা হয়েছে এর সাথে কারা জড়িত তা খুজে বের করতে পুলিশ কাজ করছে।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন মাদ্রাসা শিক্ষককে হেফাজতে নিয়েছে।তারা হলেন ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার হাফেজ রুস্তম আলী, আনোয়ারা উপজেলার হাফেজ জাফর আহমদ, ও নোয়াখালীর শাহাদাত হোসেন। জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জরিতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেন পুলিশের এই কর্মকর্তা।এলাকাবাসী ও জনগন চাই এই নির্মম হত্যা কান্ডের সাথে যারা জড়িত তাদের তাদের বিচার যেন দ্রুত হয়, যাতে সাধারন মানুষ দেখতে পারে,,