1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
ময়মনসিংহে হিন্দু ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত। - চ্যানেল চট্টগ্রাম
মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে হিন্দু ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭ ভিউ
  • ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামক এক হিন্দু ভাইকে জংগীবাদী খুনি সন্ত্রাসীদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব(world humanity revolution) এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জংগীবাদী সন্ত্রাসবাদীদের এহেন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লামা ইমাম হায়াত বলেন, এহেন মর্মান্তিক হত্যাযজ্ঞে রাষ্ট্রের মৃত্যু ঘটেছে এবং রাষ্ট্র খুনিদের অভয়ারন্যে পরিণত হয়েছে।

আল্লামা ইমাম হায়াত ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জংগীবাদেরকে আল্লাহ- রাসুল- ইসলামের শত্রু ও মানবতার শত্রু কাফের দাবি করে বলেন কোনো খুনি মুসলিম নয় বা কোনো ধর্মের ধারক নয়।

দয়াময় স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের জীবন ও স্বাধীনতা রক্ষাই ধর্মের প্রকৃত শিক্ষা উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সন্ত্রাসবাদী হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতি বর্জন করে ধর্মের প্রকৃত শিক্ষা সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।

আল্লামা ইমাম হায়াত বলেন, একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ই সব ধর্মের সব মত পথের সব মানুষের জীবন অধিকার নিরাপত্তা স্বাধীনতা সুনিশ্চিত করার একমাত্র উপায়।

আল্লামা ইমাম হায়াত দীপু চন্দ্র দাসের হত্যাকারি দল নিষিদ্ধ করার দাবি জানান এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আল্লামা ইমাম হায়াত দীপু চন্দ্র দাসের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV