চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের আল্লামা অছিয়র রহমান কাদেরী হেফজখানা ও এতিমখানায় ছাত্র হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার জন্য মানববন্ধন করেন বোয়ালখালীর সর্বস্তরের লোকজন। গত ৯ মার্চ বিকাল ৩ ঘটিকায় উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র মুহাম্মদ জহুরুল ইসলাম, কমিশনার মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সহ বোয়ালখালীর বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এই ধরনের নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মানুষ কতটুকু খারাফ হলে এই ধরনের নির্মম হত্যাকান্ড ঘটাতে পারে।
সবশেষে এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য সরকার এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীদের কাছে জোড় দাবি জানান।।