1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
শিল্পকলায় 'খু্ঁজি তারে' শীর্ষক সংগীতানুষ্ঠান - চ্যানেল চট্টগ্রাম
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিল্পকলায় ‘খু্ঁজি তারে’ শীর্ষক সংগীতানুষ্ঠান

এস এম আশরাফ উজ জামান নয়ন
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ ভিউ

গাঙ্গেয় বদ্বীপের অনন্য সংগীত ব্যক্তিত্ব যোগী স্বপন কুমার দাশ’র রচিত আধ্যাত্মিক ও দেহতত্ত্ব বিষয়ক গান নিয়ে ‘খুঁজি তাঁরে’ শীর্ষক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উপস্থাপক মো: সাইফুর রহমান ও ববিতা ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সরগম সংগীত একাডেমির সভাপতি সাংবাদিক কিরন শর্মা।

এতে প্রদীপ প্রজ্জ্বলক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো: মাহফুজুল হক।

প্রদীপ প্রজ্জ্বলনের পর প্রখ্যাত সাধক শ্রীমৎ স্বামী সত্যানন্দ ব্রহ্মচারীজীকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ‘খুঁজি তাঁরে’ অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ও যুদ্ধকালিন কমান্ডার রাখাল চন্দ্র ঘোষ, বিশিষ্ট লোক ও মরমি শিল্পী আব্দুর রহিম, সাংবাদিক রূপম ভট্টাচার্য, দৈনিক লোকালয়ের যুগ্ম সম্পাদক স ম জিয়াউর রহমান, সংগীত পরিচালক ও কন্ঠ শিল্পী দিদারুল ইসলাম, তন্দ্রা দাশগুপ্তা, সংগীত শিল্পী সঞ্জয় রক্ষিত প্রমুখ।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের সঙ্গীত প্রযোজক পাপীয়া আহমেদ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী এবং জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের সঙ্গীত শিক্ষক অপু বর্মণ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার অপু সেনগুপ্ত, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী দীপ্ত দত্ত

উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতনামা মরমি কন্ঠশিল্পী শিমুল শীল, বাউলশিল্পী বাবুল শীল, অভিষেক দাশ, বাউল জুয়েল দ্বীপ, শিউলী চৌধুরী, আনন্দ প্রকৃতি (মো:তৌহিদুল ইসলাম), আধাত্মিক শিল্পী সুরনাথ, কাওয়ালী শিল্পী মেঘলা।

ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি প্রতিযোগিতার সেরা কন্ঠ শিল্পী বাঁধন ঘোষ, ইন্দ্রিলা ঘরজা, মিম দাশ, অধরা চৌধুরী রাত্রি, আরাধ্যা মজুমদার, সৈয়দ রাসতিন, অরূপ কুমার শীল, ঊর্মি নাগ সংগীত পরিবেশন করেন।

পুরো অনুষ্ঠানে যন্ত্র সংগীত শিল্পী ছিলেন কীবোর্ডে রুবেল ঘোষ, অক্টোপ্যাডে পাপন, তবলায় উৎস, বাংলা ঢোলে হৃদয় ও বাঁশিতে নিলয়।

সংগীত তত্বাবধানে ছিলেন যোগী স্বপন কুমার দাশ ও অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো মোহসীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV