হাওলাপুরী দরবার শরীফে জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত
আশরাফুর রহমান আসিফ
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
৮
ভিউ
চট্টগ্রাম জেলার, বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী দরবার শরীফ গাউছে হালাপুরীতে ১২ ই রবিউল আওয়াল উপলক্ষ্যে জশনে ঈদ-এ মিলাদুন্নবী(সঃ) পালিত হচ্ছে। ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা দরবারে উপস্থিত হয়ে জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) এ অংশগ্রহণ করেছেন।দরবারে গিয়ে জানাযায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রবিউল আওয়াল মাস শুরু হওয়ার পর থেকে ভক্তবৃন্দরা দরবারে আসা শুরু করছে এবং আগামী শুক্রবার আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হবে বলে জানিয়েছেন দরবারের সাজ্জাদানশীন পীরজাদা ছৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী ছাহেব (মাঃজিঃআঃ)