নিজস্ব প্রতিনিধি :
ইমামে আযম হযরত আবু হানিফা (রহঃ) এর বার্ষিক ওফাত শরীফ উপলক্ষ্যে আন্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ এর ব্যবস্থাপনায় কামরুল হাসান সিদ্দিকী মিলনায়তনে ১০ তম পবিত্র দরসুল ফিকহ মাহফিল সমপন্ন হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ এর সম্মানিত খতিব আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর কো – চেয়ারম্যান আল্লামা জয়নুল আবেদীন যুবাইর, বিশেষ মেহমান ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দীন।নেছারিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রফিক উদ্দিন সিদ্দিকী ও বিভিন্ন মাদ্রাসার অধ্যাপক ও অধ্যক্ষবৃন্দ।মিলাদ, কেয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমপন্ন করা হয়।