জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের খাল খনন প্রকল্পের কাজ চলাকালীন সময় নগরীর অক্সিজেন – কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়।এ কারনে নগরীর ১৬ এলাকায় ওয়সার পানি সরবরাহে বিঘ্নিত হতে পারে যেমন আগ্রবাদ, হালিশহর,জামাল খান, লালখান বাজার,মাদারবাড়ী, জিইসি, মুরাদপুর, নয়া বাজার, ধনিয়ালাপাড়া, কদমতলী,২নং গেইট, চকবাজার,বায়েজিদ, অক্সিজেন, নন্দনকানন, ও সিরাজউদ্দোলা রোড অন্যতম।