প্রতি বছর রোজা আসলে আমাদের দেশে প্রায় জিনিসের দাম বেড়ে যায়। তারই ধারাবাহিকতায় এইবার লেবুর জোড়া দাম বেড়ে বিক্রি হয়েছে ৬০ টাকা। তেমন গরম না পরলেও লেবুর দাম ছিল নাগালের বাইরে। কিন্তু গতকাল থেকে লেবু বিক্রি হচ্ছে জোড়া প্রতি ৪০ টাকা। কারন জানতে চাইলে বিক্রেতারা বলেন এখন লেবুর ক্রেতা কমে গেছে তাই আমরা লেবু কম দামে বিক্রি করে দিচ্ছি। কারন লেবু পচনশীল পন্য এইটা মজুদ রাখার কোন সুযোগ নেয়, তাই কম দামে বিক্রি করছি।