“”মানবাধিকার সংস্থা “” *দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন* এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন এর পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অসহায় দারিদ্র ব্যাক্তিদের মাঝে ইফতার সামগ্রী উপহার দেন। তিনি প্রতিবারের ন্যায় এইবারও ইফতার বিতরনের কার্যক্রম অব্যাহত রাখেন।মি. জয়নাল আবেদীন বলেন আমি চাই আমার এলাকার বাইরেও যারা নিতান্তই গরীব আমি চেষ্টা করি তাদের পাশে দাড়ানোর জন্য।
এবিষয়ে সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ.হান্নান চৌধুরী রানা বলেন জয়নাল আবেদীন একজন সাদা মনের মানুষ, তিনি সবসময় মানুষের উপকার করতে পছন্দ করেন, তার কর্মস্থল থেকে ফিরলে তিনি গোপনে এলাকার অসহায় মানুষের খবর নেন।। তার এই মহৎ উদ্দ্যোগকে আমি স্বাগতম জানাই
তিনি বলেন দান সেটা যেকোন জায়গায় করা যায়,
যেখানের মানুষ খুবই দারিদ্র, খুব কষ্টে দিন যাপন করে তাদের মাঝে দান করা উত্তম। তাই আমি সেই বিষয়টির দিখে লক্ষ্য রাখার চেষ্টা করি
সংগঠনের পক্ষ থেকে এই মানবাধিকার কর্মীর সু – স্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যৎ কামনা করি