মাত্র ৪ দিনের ব্যবধানে অনেকগুন কমে গেল কলার দাম। যা আগে বিক্রি হয়েছে ১৫০ টাকা এখন ১০০-১১০ টাকা, যা আগে ১০০-১২০ সেগুলো একন ৮০-৯০ টাকা। বিক্রেতারা বলেন রোজার আগের দিন থেকে শুরু করে কলার দাম বেশি ছিল এখন ক্রেতা কম তাই দামও কম।