দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব মুহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরীর পক্ষ থেকে গতকাল শুক্রবার বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসাইন নেজামী, বোয়ালখালী প্রতিনিধি মুহাম্মদ আশরাফুর রহমান, মুহাম্মদ নিজাম উদ্দিন হিরু, নিলুফা কাওছার, আহমেদ নুর, রাকিব হায়দার সহ একাধিক মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। এসময় সাধারণ সম্পাদক বলেন মুহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী প্রবাসে থেকেও সবসময় বোয়ালখালী তথা দক্ষিণ জেলার মানুষের খবর রাখেন, তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি ইফতার সামগ্রী উপহার দিয়েছেন। সংগঠনের কর্মীরা সেগুলো প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে পৌছে দিয়েছেন।যেহেতু এই রমজান মাসে ঐ সমস্ত ব্যাক্তিকে গুলোকে এক জায়গায় করা সম্ভব নয়।