ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে দরবার এ গাউছে হাওলা ( হযরত শিবলী মঞ্জিল) কর্তৃক আয়োজিত এক কর্মসূচিতে হাজারো ভক্ত, মুরিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন বাঁচাও এই স্লোগানে কর্মসূচিতে সভাপতিত্ব করেন পীরজাদা ছৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। তিনি বলেন ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর নির্মম গণহত্যা মানবাধিকার লঙ্ঘন। মুসলিম উম্মাহকে সুফিবাদের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া এই অত্যাচার বন্ধ করা সম্ভব নয়।