চট্টগ্রামের চান্দঁগাও RAB অফিস থেকে এ এস পি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়ছে।পাশে একটি হাতের লিখা চিরকুট পাওয়া যায়। তাতে লিখা আছে আমার মৃত্যুর জন্য আমার মা বউ কেউ দায়ী নই। আমি দায়ী, কাউকে ভাল রাখতে পারলামনা।বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভাল থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারাযেন মাকে ভাল রাখে।স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য,।দিদি যেন সব কো অর্ডিনেট করে।