ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনলাইন জুয়ার আসক্ত ছেলের হাতে খুন হয়েছেন তার বাবা ও মা। হত্যার পর ঘরের মধ্যেই মাটিচাপা দিয়ে লাশ গুমের চেষ্টা করে অভিযুক্ত ছেলে রাজু। এ ঘটনায় রাজুকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ত্রিশালের বৈলর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুপুরে প্রথমে মাকে গলাটিপে হত্যা করে রাজু। এরপর রাতে বাবা বাড়ি ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে তাকেও হত্যা করে। পরে শোবার ঘরের পাশে বিছানার নিচে মাটি খুঁড়ে দুটি মরদেহ চাপা দেয়।
পুলিশ জানায়, ঘটনার পর পরিবারের এক স্বজনের সন্দেহ হলে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রাজু হত্যার বিষয়টি স্বীকার করে এবং তার দেখানো জায়গা থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।