1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
বুধবার, ২১ মে ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

দুই বছরেরও বেশি সময় পর এফডিসিতে ববি

প্রতিনিধির নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৪ ভিউ

প্রায় দুই বছর পর শুটিংয়ে ফিরেছেন ঢালিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি| চলতি মাসের প্রথম দিন রাশিদ পলাশের নির্দেশনায় ‘ময়ূরাক্ষী’ ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ান তিনি| বিএফডিসিতে দেখা মেলে গ্ল্যামারাস ববির| তাকে শুটিংয়ে পেয়ে ভিড় জমে যায় উৎসুক জনতার|

কাজে ফেরা প্রসঙ্গে ববি বলেন, ‘দুই বছরেরও বেশি সময় পর সিনেমার শুটিংয়ে ফিরলাম| মাঝে বিজ্ঞাপনচিত্রের কাজ করলেও সিনেমার কাজ করিনি| ভিন্নধর্মী কাজের জন্য বাছাবাছি করতে করতে সময় কেটে গেছে| কাজে ফিরে খুব ভালো লাগছে|’

ববি সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান ২০১৯ সালে| মাঝের দুই বছর বড়পর্দার কাজ করেননি| ক্যামেরার সামনের ববিকে মিস করেছেন তিনি| ববি বলেন, ‘ক্যামেরার সামনে যতটা সাবলিল থাকি তার বাইরে ততটা নই| ক্যামেরার সামনে কাজ করতে ভালো লাগে| এতদিন পর নিজের জায়গায় ফিরলাম|’

জানা গেছে, ‘ময়ূরাক্ষী’ ছবিতে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করছেন ববি| তার সহশিল্পী হিসেবে আছেন সুদীপ বিশ্বাস দীপ ও শিরিন শিলা| ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী| বিএফডিসি ও ঢাকার বিভিন্ন এলাকায় শুটিং হবে| গানের শুটিং হবে দেশের বাইরে|

শুটিংয়ে ফিরেই একাধিক ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ববি| ফেব্রুয়ারি-মার্চ জুড়ে ছবিগুলোর শুটিংয়ে অংশ নিতে হবে তাকে| ববি জানান, ‘ময়ূরাক্ষী’ দিয়ে কাজ শুরু করলাম| এর মাঝে শামীম আহমেদ রনির পরিচালনায় ‘এবার তোরা মানুষ হ’ ওয়েব ফিল্মের কাজ শুরু হয়েছে| এখানে আমার সহশিল্পী রোশান ও মিশা সওদাগর| এরপর আল হাজেনের নির্দেশনায় বেঙ্গল মাল্টিমিডিয়ার ‘আলপিন’ ওয়েব ফিল্মের শুটিং করব| আনিসুর রহমান মিলন ও সাঞ্জু জন এখানে আমার সহশিল্পী| এর মাঝে ‘ময়ূরাক্ষী’র কাজও চলবে| সব মিলিয়ে টানা দুই মাস তিন ছবির কাজে ব্যস্ত সময় কাটবে| এ ছাড়া আরও কয়েকটি ছবির বিষয়ে কথাবার্তা চলছে| সেগুলোর কাজও শুরু হবে|’

এদিকে সম্প্রতি সম্পন্ন হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন ববি| এবারের নির্বাচনে প্রার্থী হবার অনুরোধ থাকলেও তিনি রাজি হননি|

নির্বাচনের পর সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রসঙ্গে ববি বলেন, ‘সুস্হ ও সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন| নির্বাচন এমন কিছু না সেটা নিয়ে পড়ে থাকতে হবে| বরং এমনভাবে কাজ করা উচিত যাতে বাইরের কেউ আমাদের ভুল না বোঝে| এছাড়া চলচ্চিত্রে কাজের পরিবেশ থাকাটাও জরুরি|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV