1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
জসনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী দ.ও শাহসুফি ডা. ছৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহঃ এর স্বরনে স্বণসভা - চ্যানেল চট্টগ্রাম
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

জসনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী দ.ও শাহসুফি ডা. ছৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহঃ এর স্বরনে স্বণসভা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭ ভিউ

২২ অক্টোবর বুধবার বাদ এশা হইতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী, পাথরঘাটা শাখার ব্যবস্থাপনায় জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহা ইয়াজদাহুম মাহফিল এবং মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহঃ) এর স্মরণসভা যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (দঃ) ও আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী অছিয়তনামা মোতাবেক মোন্তাজেম, জিন্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত মহামান্য সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (মঃ) ও অছিয়তনামা মোতাবেক মোন্তাজেম, জিন্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত মহামান্য সহ-সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (মঃ)। মাহফিলে সভাপতিত্ব করেন পাথরঘাটা শাখার সভাপতি হাবিবুর রহমান মনছুর এবং সঞ্চলনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জেবল হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আঞ্জুমানের দপ্তর ও পাঠাগার সম্পাদক এনামুল হক চৌধুরী সেলিম, নির্বাহী সদস্য কাজী জাহাঙ্গীর হাফিজ, নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াস, নির্বাহী সদস্য সুফি মাসুদ আকবর, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি মঈনুল হোসেন সাগর, সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিল উদ্দিন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক এম মনছুর চৌধুরী, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ শাহেদ ইকবাল শিবলু, নির্বাহী সদস্য নুরুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য মোহাম্মদ ইমরান হোসেন ইমন সহ পাথরঘাটার শাখার সাধারণ সম্পাদক এম এম মহিউদ্দিন, নির্বাহী সদস্য আবুল কাশেম, নির্বাহি সদস্য মামুনুর রশিদ বাবলু, আব্দুল হালিম, মোহাম্মদ হোসেন খান, সুফি মোহাম্মদ জাহেদ, সুফি মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সুফি মোহাম্মদ হাফেজ সহ বিভিন্ন দায়রা ও শাখা থেকে আগত খাদেমানবৃন্দ এবং এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV