1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
সাজ্জাদানশীন দরবারে গাউছুলআজম মাইজভান্ডারী শাহ সুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.)র স্বরণসভা - চ্যানেল চট্টগ্রাম
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সাজ্জাদানশীন দরবারে গাউছুলআজম মাইজভান্ডারী শাহ সুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (রহ.)র স্বরণসভা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ ভিউ
  1. নগরীর আগ্রাবাদস্থ বাসমতি হোটেলে গতকাল ২ ডিসেম্বর মঙ্গলবার বাদে মাগরিব আগামী ৬ ডিসেম্বর শান-এ গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের প্রয়াত চেয়ারম্যান আলে রাসূর (দ.) আওলাদে গাউছুল, হযরতুলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)’র স্মরণ উপলক্ষে শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.)’র আওলাদদের সাথে খলিফা দরবারের আওলাদদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম, আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী (ম.)’র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (হাওলাপুরী), সৈয়দ মীর মোহাম্মদ জসিম উদ্দিন, প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ মোহাম্মদ হোসাইন, গোলাম মাওলা, এম মামুনুর রশিদ আমিরী, সৈয়দ কুতুব উদ্দিন, সৈয়দ সাইফুল্লাহ ফারুকী (চরণদ্বীপি), সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ আবরার ইবনে সেহাব, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ কায়েস আমিরী, শাহজাদা নিজামুল করিম সুজন, শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এয়াকুবী, সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, সৈয়দ নেওয়াজ উজ্জামান আমিরী, সৈয়দ আমির উদ্দিন আমিরী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।

উল্লেখ্য, মাইজভাণ্ডার শরীফের বংশীয়, আদর্শিক ও আধ্যাত্মিক ধারায় উজ্জ্বল আলোকবর্তিকা, প্রথিতযশা চিকিৎসক, সমাজ সংস্কারক, যুগচিন্তক, মাইজভাণ্ডারী তরিকার খেদমতে উৎসর্গিত সত্তা শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) এর স্মরণ সভা শহীদ সাইফুদ্দীন খালেদ রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (চট্টগ্রাম কেন্দ্র) এ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় আগামী ৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. শনিবার বাদ আসর অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV