বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রি) কলেজ আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনে পদার্পণ করায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও ভবিষ্যৎ জীবন গড়ার লক্ষ্যে এসময়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতার উপর জোর প্রদান করেন।
একাডেমিক পাঠ্যক্রমের পাশাপাশি নিজেদেরকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে নিজেদের প্রতিভা বিকাশ ও চর্চার জন্য শিক্ষার্থীদের আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি এরশাদ উল্লাহ, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।