1. [email protected] : ccadmin :
  2. [email protected] : chaelchattogra :
  3. [email protected] : facfltd :
বিশ্বঅলি শাহানশাহ হযরত ছৈয়দ জিয়াউল হক শাহ'র ৩৭তম ওরশ উপলক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা। - চ্যানেল চট্টগ্রাম
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

বিশ্বঅলি শাহানশাহ হযরত ছৈয়দ জিয়াউল হক শাহ’র ৩৭তম ওরশ উপলক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা।

এস এম আশরাফ উজ জামান নয়ন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৯ ভিউ

বিশ্বঅলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী অনুষ্ঠিত।

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন শাখা সমূহের সার্বিক অংশগ্রহণে দাওয়াতী কার্যক্রম, শাখা কমিটিকে উদ্বুদ্ধকরণ এবং কার্যক্রম পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির ধারাবাহিকতায় গত বুধবার (০৮ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর মোড় থেকে এক বর্ণাঢ্য মোটর র‍্যালি উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

র‍্যালির মাধ্যমে পাইন্দং ইউনিয়নের প্রতিটি শাখা কমিটির নিজ নিজ দায়রা বা অফিসে উপস্থিত থেকে শাখা কমিটির কার্যক্রম পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ সম্পন্ন হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাংগঠনিক সমন্বয়কারী জনাব মোহাম্মদ আলমগীর আলম।
স্বাগত বক্তব্য প্রদান করেন মোটর র‍্যালি আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ ইমাম হোসেন।
সাংগঠনিক বিষয়ে নিদর্শনমূলক বক্তব্য, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ দিদারুল আলম।
র‍্যালির রোডম্যাপ, আয়োজন ও সার্বিক দিকনির্দেশনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়নের বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, ডলু নয়াবাজার শাখা, ডলু পাইন্দং শাখা, উত্তর পাইন্দং আমতল শাখা, ডলু বেড়াজালে ৯নং ওয়ার্ড শাখা, শ্বেতকুয়া শাখা, দক্ষিণ পাইন্দং শাখা, বৃন্দাবনহাট শাখা, মধ্যম পাইন্দং শাখা, পশ্চিম হাইদচকিয়া শাখা, বড় ছিলনিয়া পাইন্দং শাখা, সূর্যগীরি আশ্রম শাখাসহ সকল শাখার সদস্যবৃন্দ।

উক্ত ইউনিয়নের সকল শাখা পরিদর্শন শেষে সূর্যগীরি আশ্রম শাখার আয়োজনে মিলাদ, মুনাজাত ও তাবারুকের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2018
Theme Customized By LiveTV