বোয়ালখালীতে দুর্গাপূজা উপলক্ষ্যে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরন।
নিজস্ব প্রতিনিধি
-
আপডেট টাইম :
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
৩৮
ভিউ
চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
- সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সার্বজনীন দুর্গাবাড়ী মুক্তি সংঘের মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর এডহক ৪৮ এ ডি রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন পিএসসি জি+
এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, মহিলা সম্পাদিকা বিউটি চৌধুরী, ধোরলা মুক্তি সংঘ পরিচালনা কমিটির সভাপতি বিমান ঘোষ, সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কান্তি দাশ উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন বলেন, সেনাবাহিনীর সবসময়ই দেশ জাতি ধর্মবর্ণ সকলের বিশ্বাসের প্রতিক,আমরা সবসময় মানুষের পাশে থাকবে, আইনশৃঙ্খলা অবনতি চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে,প্রত্যাক পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দশ প্রধান করেন। “যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি যদি অনুভব করেন, অবশ্যই আমাদের জানাবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়—এমন কোনো কাজে জড়ানো যাবে না। কারো এমন প্রচেষ্টা চোখে পড়লে দ্রুত আমাদের ক্যাম্পে জানান। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।•
Please Share This Post in Your Social Media
More News Of This Category