“দারিদ্র বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশন”” এর উদ্দ্যোগে বোয়ালখালী উপজেলার কধুরখীল,, পোপাদিয়া ,, সারোয়াতলী এলাকায় পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক # মুহাম্মদ আকতার হোসাইন নেজামী,, চট্টগ্রাম দক্ষিন জেলার সি সহ- সভাপতি মুহাম্মদ আখতার কামাল চৌধুরী,, বোয়ালখালী উপজেলার অর্থ সম্পাদক মুহাম্মদ আকবর হোসেন,সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার পারভেজ, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফা কামাল ফরহাদ,, মুহাম্মদ রেজাউল করিম জাবেদ,, মুহাম্মদ আশরাফুল আলম আসিফ,,অপি,,ইফতার বিতরন শেষে সাধারন সম্পাদক **মুহাম্মদ আকতার হোসাইন নেজামী বলেন পবিত্র। রমজান শুরু হওয়ার পূর্ব থেকে আমাদের সংগঠন ইফতার বিতরন কার্যক্রম শুরু করেছে,, আশাকরি সম্পুর্ন রমজান পর্যন্ত আমরা এই কার্যক্রম চালু রাখব।